Thursday, July 25, 2019

এক ক্লিকে জেনে নিন ঢাকায় সেট মেন্যুর জন্য জনপ্রিয় রেস্তোরাঁসমূহের নাম এবং তাদের সেট মেন্যুর খোঁজ

বর্তমানে রেস্টুরেন্টগুলোতে সেট মেন্যু খুবই জনপ্রিয়। প্রায় বেশিরভাগ রেস্টুরেন্টগুলোর খাবারের তালিকায় আপনি এই সেট মেন্যুর নাম পাবেন। লাঞ্চ বা ডিনারের সময় এই মেন্যুটি সবচেয়ে বেশ চলে। থাই বা চাইনিজ ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, নানা ধরনের কারী, সালাদ ইত্যাদি দিয়ে সাজানো থাকে এই সেট মেন্যুর প্ল্যাটার গুলি। বাঙালি সেট মেন্যুতে থাকে ভাত , মাংস, ভাজি আরো অনেক কিছুই। তাহলে চলুন দেখে নেয়া যাক ঢাকার পরিচিত ও নামকরা কিছু সেট মেন্যু ও তাদের প্রাপ্তিস্থানসমূহের নাম-
১। কমিক ক্যাফেঃ খিলগাঁও তালতলা এলাকার খুব পরিচিত একটি রেস্টুরেন্ট এটি। কমিক ক্যাফেতে আপনি প্রায় ৬ থেকে ৭ ধরনের সেট মেন্যু পাবেন। চিকেন, বিফ , ভেজিটেবলস, সালাদ, ফ্রাইড রাইস এসব ই আপনি পাবেন সেট মেন্যু গুলিতে। দাম পড়বে ২০০ থেকে শুরু করে ৪০০ টাকা পর্যন্ত। ধানমন্ডি ও ওয়ারিতেও পাবেন তাদের আরও ২ টি শাখা।
২। দ্যা ডাইনিং লাউঞ্জঃ দ্যা ডাইনিং লাউঞ্জ খিলগাঁও তালতলায় অবস্থিত। তাদের ডিপ ডীশ পিজ্জা খুব জনপ্রিয়। ডিপ ডীশ পিজ্জা ছাড়াও আপনি তাদের সেট ম্যেনু গুলো ট্রাই করে দেখতে পারেন। মজাদার এই সেট মেন্যু গুলির দাম শুরু ২৩০ টাকা থেকে।
৩। নস্টালজিক ক্যাফেঃ সুন্দর পরিবেশ এ মজাদার সব খাবার উপভোগ করতে চাইলে আপনি যেতে পারেন ধানমন্ডির নস্টালজিক ক্যাফেতে। চারিদিকে সবুজ পরিবেশ, সাথে আছে তাদের মজার সব সেট মেন্যু। তাদের সেট গুলোর দাম শুরু হচ্ছে ৩০০ টাকা থেকে।
৪। দ্যা ডার্ক মিউজিক ক্যাফেঃ ডার্ক মিউজিক ক্যাফেটি স্টুডেন্টদের বেশ পছন্দের জায়গা। এখানে বেশ স্বল্প দামেই আপনি পাবেন সেট মেন্যু গুলো। প্রায় ৫ থেকে ৭ টি আইটেম থাকে একেকটি প্ল্যাটার এ। ধানমণ্ডিতে রয়েছে এই রেস্টুরেন্টটি। ২০০ টাকা থেকে শুরু দাম গুলো।
৫। আল ফ্রেস্কোঃ শুরুটা খিলগাঁও থেকে হলেও বর্তমানে তাদের ধানমন্ডি ও বনানিতে শাখা রয়েছে। তাদের রয়েছে সিঙ্গেল কাপল ২ ধরনের সেট মেন্যু। দাম পড়বে ৩০০ টাকা থেকে ৭০০ টাকা পর্যন্ত।
৬। রাইস এন্ড নুডলসঃ হাক্কা চাইনিজ যাদের পছন্দ তারা যেতে পারেন রাইস এন্ড নুডলস এ। একদম পিওর হাক্কা ফ্লেভারের। সিঙ্গেল ছাড়াও তাদের ২জন ও ৪জন এর ৬ থেকে ৭ টা আইটেম নিয়ে কম্বো প্ল্যাটার রয়েছে। যার দাম শুরু ১০০০ টাকা থেকে। ধানমন্ডি ও বনানি তে আছে তাদের শাখা।
৭। হাক্কা ঢাকাঃ হাক্কা ঢাকা ও হাক্কা চাইনিজ এর জন্য বিখ্যাত। তাদের সেট মেন্যু অনেকের ই পছন্দের তালিকায় রয়েছে। ২ জন ও ৪ জন বিশেষ প্যাকেজ গুলি রয়েছে । এছাড়াও টেকওয়ে প্যাকেজ ও আছে তাদের। যার দাম পরবে ৩০০ টাকা। বনানি, ধানমন্ডি ও উত্তরা তে আছে তাদের শাখা গুলো।
৮। ক্যাফে ইউফোরিয়াঃ বনানীর এই রেস্টুরেন্ট টি সেট মেন্যুর জন্য বেশ পরিচিত। বাজেট ফ্রেইন্ডলি একটি রেস্টুরেন্ট এটি। ১৬০ টাকা থেকে শুরু করে ৪০০ টাকা পর্যন্ত প্রায় ১৫ টির ও বেশি সেট মেন্যু রয়েছে তাদের মেনুতে। চাইলে আপনিও যেতে পারেন।
৯। ক্যাফে হলিউডঃ বনানীর অন্যতম জনপ্রিয় রেস্টুরেন্ট এটি। দামের স্বল্পতার কারনে এইখানে অনেকেই আসেন লাঞ্চ অথবা ডিনার এ। এখানে আপনি নিজের পছন্দমত সেট সাজিয়ে নিতে পারবেন। ৬ থেকে ৭ ধরনের চিকেন, বিফ , চিংড়ি ও ভেজিটেবল এর আইটেম রয়েছে তাদের। দাম শুরু ২৩০ টাকা থেকে। 
১০। ক্যাফে এপেলিয়ানোঃ পাস্তার জন্য বিখ্যাত এই রেস্টুরেন্টটিতে আপনি পাবেন সেট মেন্যু ও। ৩ থেকে ৪ ধরনের সেট আছে।
১১। চিলেকোঠাঃ বাঙালি বা ভারতীয় কুইজিন এর সেট মেন্যু চাইলে আপনি চলে যেতে পারেন চিলেকোঠায়। খোলামেলা পরিবেশ এ বেশ ভালভাবেই সময় কাটাতে পারবেন আপনি এখানে। মজাদার সব খাবারের স্বাদ ও নিতে পারেন সাথে।
১২। এলাপিনোঃ খিলগাঁও এর নতুন রেস্টুরেন্টগুলির মধ্যে এটি একটি। সম্প্রতি তারা তাদের তালিকায় অনেক ধরনের সেট মেন্যু যোগ করেছেন। এটি একটি মেক্সিকান রেস্টুরেন্ট।
১৩। বুমার্স ক্যাফেঃ বুমার্স খুবই পরিচিত একটি জায়গা খাদ্যরসিক দের জন্য। আর তাদের সেট মেন্যুর জন্য তারা এই পরিচিতি পেয়েছে। সর্বপ্তহম বেইলি রোড থেকে শুরু হয়েছিল তাদের যাত্রা। এখানেও আপনি পছন্দমত কারী , রাইস বা চাওমিন বাছাই করে নিতে পারবেন।
১৪। লাইলাতিঃ ধানমন্ডির জিগাতলায় অবস্থিত লাইলাতি রেস্টুরেন্টটি। ধানমন্ডির বেশ পুরানো জায়গা এটি। এখানের সেট মেন্যু গুলো দামেরও স্বাদ এর জন্য বেশ নামকরা।
১৫। ব্যাসিলিকোঃ খিলগাঁও এর এটি আরেকটি রেস্টুরেন্ট যেটি সেট মেনুর জন্য পরিচিত। তাদের ফান মিল গুলো অনেকেই পছন্দ করেন বেশ।
১৬। শ্যামলি স্কয়ারঃ শ্যামলি স্কয়ার এর ফুড কোর্ট এ রয়েছে সেট মেন্যুর জন্য অনেক ধরনের দোকান। দামে সাশ্রয়ি এমনি সব সেট আছে সেখানে। ১৫০ টকা থেকে শুরু করে ২০০ এর মধ্যেই আপনি পাবেন অনেক রকমের আইটেম।
১৭। পেরি পেরি এক্সপ্রেসঃ মোহাম্মদপুর এর তাজমহল রোড এ অবস্থিত এই রেস্টুরেন্টটি। পেরি পেরি চিকেন এর আইটেম টি তাদের বিশেষত্ব। পেরি পেরি চিকেন এর সাথে অন্যান্য কারী , ফ্রাই, উইংস , রাইস রয়েছে তাদের সেটগুলিতে.
১৮। টিউন এন্ড বাইটঃ টিউন এন্ড বাইট এর জ্যাজ লাভার্স অথবা কোরিয়ান চিকেন এর সেট মেন্যুটি বেশ জনপ্রিয় ২ টি খাবার। খিলগাঁও গেলে আপনি স্বাদ নিতে পারেন এই খাবার ২টির। এছাড়াও আরো সেট মেন্যু রয়েছে তাদের লিস্টে।
১৯। মজা বাইটসঃ ওয়ারি তে মজা বাইটস রেস্টুরেন্ট টি তে আপনি পাবেন স্বল্প মূল্যের সব সেট মেন্যু। তাদের খাবার ও বেশ মজাদার।
২০। ক্যাফে ড্রুমঃ ধানমন্ডি তে অবস্থিত ক্যাফে ড্রুম রেস্টুরেন্ট টি। থাই, চাইনিজ, ইন্ডিয়ান ইত্যাদই কুইজিন এর সেট মেন্যু রয়েছে তাদের তালিকায়।
Add caption
এছাড়াও, নগরির খিলগাঁও, ধানমন্ডি, বনানি, গুলশান, উত্তরা, মোহাম্মদপুর, মিরপুর, ওয়ারি তে রয়েছে সেট মেন্যুর আরো অনেক রেস্টুরেন্ট। 

Related Posts

0 comments: