Thursday, July 25, 2019

ঢাকায় সাশ্রয়ী মূল্যে বাফেট রেস্টুরেন্টের

ফুডিজদের জন্য বাফেট একটি চমৎকার জায়গা। এখানে নানা ধরনের খাবারের সমারহ একসাথে দেখা মিলে। বিভিন্ন ধরনের কুইজিন ও বিভিন্ন স্বাদের খাবারে টেবিল বা কাউন্টার গুলো ভরপুর থাকে। তবে পকেট এর কথাও মাথায় রাখা জরুরি। কিন্তু যদি পকেটের কথা মাথায় রেখেও মজাদার সব বাফের স্বাদ নিতে পারেন,  তাহলে কিন্তু মন্দ হয়না। তাহলে চলুন দেখে নেয়া যাক সাশ্রয়ী এমন কিছু বাফেট রেস্টুরেন্ট এর  নাম-
১। ভিআইপি রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারঃ স্বল্প দামী বাফে রেস্টুরেন্টগুলোর মধ্যে ভিআইপি রেস্টুরেন্ট বেশ জনপ্রিয়। মিরপুর ২ এ সনি সিনেমা হলের ভবনে অবস্থিত এই রেস্টুরেন্টটি। প্রায় ৩৫ টির ও বেশি আইটেম আছে এই বাফে তে। থাই, ইন্ডিয়ান, বাংলা, চাইনিজ ইত্যাদি নানা ধরনের কুইজিন পাওয়া যায়। আপনি এখানে গেলে ৫৯০ টাকায় লাঞ্চ ও ডিনার ২ ধরনেরই বুফেই খেতে পাবেন।
২। রেডরেস রেস্টুরেন্টঃ ঢাকার শ্যামলির রিংরোড এ অবস্থিত এই রেস্টুরেন্টটি। প্রায় ২০ থেকে ২৫ ধরনের আইটেম পাবেন আপনি এই বাফেটে। তবে এই বাফেটটি শুধু শুক্র আর শনিবারেই পাওয়া যায়। মাত্র ৩৯৯ টাকায় আপনি মজাদার সব খাবারের স্বাদ নিতে পারবেন।

৩। ক্যাফে রিওঃ ধানমন্ডি ২ এ সাত মসজিদ রোডে অবস্থিত ক্যাফে রিও। এর আগে বসুন্ধরার ৩০০ ফিট ক্যাফে রিও তাদের প্রথম রেস্টুরেন্ট খুলেছিল। প্রায় ৩০ টির ও বেশি আইটেম পাওয়া যাবে এই বাফেট রেস্টুরেন্টে মাত্র ৪৯৯ টাকায়। এর সাথে পাবেন আনলিমিটেড পানীয়।
৪। বিস্ট্রোভিয়াঃ বিস্ট্রোভিয়া রেস্টুরেন্ট টি বনানী তে অবস্থিত। প্রায় ১৬ টি আইটেম আছে তাদের মেন্যু তে। ভ্যাট সহ ৫৭৪ টাকায় পাবেন আপনি এই বাফেটটি। রেড ভেল্ভেট কেক, ব্রাউনি সহ আরো নানা রকম ডেসার্ট পাওয়া যায়। লাঞ্চ টাইমে পাওয়া যায় এই বাফে টি।
৫। ভেনি ভিডি ভিচিঃ ভেনি ভিদি ভিচি নাম টাই যেনো এই রেস্টুরেন্ট টির অন্যতম মূল আকর্ষন। জুলিয়াস সিজার এর বলা বিখ্যাত এই বাক্যটির অনুসারেই রেস্টুরেন্ট টির নামকরন করা হয়েছে। যার অর্থ “ I came, I saw , I conquered”.  ইটালিয়ান  খাবারের জন্য পরিচিত এই বাফে টি। প্রায় ২৫ থেকে ৩০ ধরনের ইটালিয়ান, চাইনিজ কুইজিন মিলবে এই বাফে টিতে। তাদের বাফের মূল আকর্ষন তাদের মজাদার ডেসার্ট ও তাদের বিশেষ পিজ্জা গুলো।
[রেস্টুরেন্ট এবং ফুড সম্পর্কে রিভিউ দিতে ভিজিট করুন আমাদের ফুডিজের ওয়েবসাইট
। ব্যাঙ্কারসঃ খিঁলগাও এর প্রথম বাফেট রেস্টুরেন্ট হিসেবে পরিচিত বাঙ্কারস রেস্টুরেন্ট টি। বৃহস্পতি, শুক্র ও শনিবারে দুপুরের দিকে পাওয়া যাবে এই বাফে টি। প্রায় ২৫ থেকে ৩০ ধরনের আইটেম আছে এই বাফেতে।
৭। সেভেন হিল রেস্টুরেন্টঃ ঢাকার বীর উত্তম সড়কের বাংলামটরে অবস্থিত এই বাফে রেস্টুরেন্ট টি। এই বাফের তালিকায় আপনি লাঞ্চ এ পাবেন ৪০ টি আইটেম ও ডিনার এ পাবেন প্রায় ৫০ টি। 

৮। থার্টি থ্রীঃ বেইলি রোড এর প্রথম বাফে হিসেবে পরিচিত থার্টি থ্রী রেস্টুরেন্ট টি। মাত্র ১৩ টি আইটেম টি রয়েছে এই বাফে টি। 
৯। মিন্ট লিফঃ বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত মিন্ট লিফ রেস্টুরেন্ট টি। থাই ও দেশি কুইজিন পাওয়া যাবে এই বাফে তে। ২৫ টির মত আইটেম পাওয়া যাবে এখানে।
১০। লেকশোর বনানীঃ সকালের নাশতার জন্য বহুল পরিচিত এই বাফেটি টি। আপনি নানা ধরনের মজাদার নাশতা উপভোগ করতে পারবেন এই বাফে রেস্টুরেন্ট টিতে। তাছাড়াও ডিনার এর বাফেও পাওয়া যাবে এখানে।
তাই পকেটের কথা মাথায় রেখেও আপনি উপভোগ করতে পারবেন নানা ধরনের খাবার। স্বল্প মূল্যের এই বাফেট রেস্টুরেন্টগুলো অনায়াসে ফুডিজদের  জন্য পছন্দের জায়গা হয়ে উঠতে পারবে ।

Related Posts

0 comments: