Thursday, July 25, 2019

ঢাকায় সাশ্রয়ী মূল্যে বাফেট রেস্টুরেন্টের

ঢাকায় সাশ্রয়ী মূল্যে বাফেট রেস্টুরেন্টের
ফুডিজদের জন্য বাফেট একটি চমৎকার জায়গা। এখানে নানা ধরনের খাবারের সমারহ একসাথে দেখা মিলে। বিভিন্ন ধরনের কুইজিন ও বিভিন্ন স্বাদের খাবারে টেবিল বা কাউন্টার গুলো ভরপুর থাকে। তবে পকেট এর কথাও মাথায় রাখা জরুরি। কিন্তু যদি পকেটের কথা মাথায় রেখেও মজাদার সব বাফের স্বাদ নিতে পারেন,  তাহলে কিন্তু মন্দ হয়না। তাহলে চলুন দেখে নেয়া যাক সাশ্রয়ী এমন কিছু বাফেট রেস্টুরেন্ট এর  নাম-
১। ভিআইপি রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারঃ স্বল্প দামী বাফে রেস্টুরেন্টগুলোর মধ্যে ভিআইপি রেস্টুরেন্ট বেশ জনপ্রিয়। মিরপুর ২ এ সনি সিনেমা হলের ভবনে অবস্থিত এই রেস্টুরেন্টটি। প্রায় ৩৫ টির ও বেশি আইটেম আছে এই বাফে তে। থাই, ইন্ডিয়ান, বাংলা, চাইনিজ ইত্যাদি নানা ধরনের কুইজিন পাওয়া যায়। আপনি এখানে গেলে ৫৯০ টাকায় লাঞ্চ ও ডিনার ২ ধরনেরই বুফেই খেতে পাবেন।
২। রেডরেস রেস্টুরেন্টঃ ঢাকার শ্যামলির রিংরোড এ অবস্থিত এই রেস্টুরেন্টটি। প্রায় ২০ থেকে ২৫ ধরনের আইটেম পাবেন আপনি এই বাফেটে। তবে এই বাফেটটি শুধু শুক্র আর শনিবারেই পাওয়া যায়। মাত্র ৩৯৯ টাকায় আপনি মজাদার সব খাবারের স্বাদ নিতে পারবেন।

৩। ক্যাফে রিওঃ ধানমন্ডি ২ এ সাত মসজিদ রোডে অবস্থিত ক্যাফে রিও। এর আগে বসুন্ধরার ৩০০ ফিট ক্যাফে রিও তাদের প্রথম রেস্টুরেন্ট খুলেছিল। প্রায় ৩০ টির ও বেশি আইটেম পাওয়া যাবে এই বাফেট রেস্টুরেন্টে মাত্র ৪৯৯ টাকায়। এর সাথে পাবেন আনলিমিটেড পানীয়।
৪। বিস্ট্রোভিয়াঃ বিস্ট্রোভিয়া রেস্টুরেন্ট টি বনানী তে অবস্থিত। প্রায় ১৬ টি আইটেম আছে তাদের মেন্যু তে। ভ্যাট সহ ৫৭৪ টাকায় পাবেন আপনি এই বাফেটটি। রেড ভেল্ভেট কেক, ব্রাউনি সহ আরো নানা রকম ডেসার্ট পাওয়া যায়। লাঞ্চ টাইমে পাওয়া যায় এই বাফে টি।
৫। ভেনি ভিডি ভিচিঃ ভেনি ভিদি ভিচি নাম টাই যেনো এই রেস্টুরেন্ট টির অন্যতম মূল আকর্ষন। জুলিয়াস সিজার এর বলা বিখ্যাত এই বাক্যটির অনুসারেই রেস্টুরেন্ট টির নামকরন করা হয়েছে। যার অর্থ “ I came, I saw , I conquered”.  ইটালিয়ান  খাবারের জন্য পরিচিত এই বাফে টি। প্রায় ২৫ থেকে ৩০ ধরনের ইটালিয়ান, চাইনিজ কুইজিন মিলবে এই বাফে টিতে। তাদের বাফের মূল আকর্ষন তাদের মজাদার ডেসার্ট ও তাদের বিশেষ পিজ্জা গুলো।
[রেস্টুরেন্ট এবং ফুড সম্পর্কে রিভিউ দিতে ভিজিট করুন আমাদের ফুডিজের ওয়েবসাইট
। ব্যাঙ্কারসঃ খিঁলগাও এর প্রথম বাফেট রেস্টুরেন্ট হিসেবে পরিচিত বাঙ্কারস রেস্টুরেন্ট টি। বৃহস্পতি, শুক্র ও শনিবারে দুপুরের দিকে পাওয়া যাবে এই বাফে টি। প্রায় ২৫ থেকে ৩০ ধরনের আইটেম আছে এই বাফেতে।
৭। সেভেন হিল রেস্টুরেন্টঃ ঢাকার বীর উত্তম সড়কের বাংলামটরে অবস্থিত এই বাফে রেস্টুরেন্ট টি। এই বাফের তালিকায় আপনি লাঞ্চ এ পাবেন ৪০ টি আইটেম ও ডিনার এ পাবেন প্রায় ৫০ টি। 

৮। থার্টি থ্রীঃ বেইলি রোড এর প্রথম বাফে হিসেবে পরিচিত থার্টি থ্রী রেস্টুরেন্ট টি। মাত্র ১৩ টি আইটেম টি রয়েছে এই বাফে টি। 
৯। মিন্ট লিফঃ বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত মিন্ট লিফ রেস্টুরেন্ট টি। থাই ও দেশি কুইজিন পাওয়া যাবে এই বাফে তে। ২৫ টির মত আইটেম পাওয়া যাবে এখানে।
১০। লেকশোর বনানীঃ সকালের নাশতার জন্য বহুল পরিচিত এই বাফেটি টি। আপনি নানা ধরনের মজাদার নাশতা উপভোগ করতে পারবেন এই বাফে রেস্টুরেন্ট টিতে। তাছাড়াও ডিনার এর বাফেও পাওয়া যাবে এখানে।
তাই পকেটের কথা মাথায় রেখেও আপনি উপভোগ করতে পারবেন নানা ধরনের খাবার। স্বল্প মূল্যের এই বাফেট রেস্টুরেন্টগুলো অনায়াসে ফুডিজদের  জন্য পছন্দের জায়গা হয়ে উঠতে পারবে ।

ঢাকায় কাপলদের জন্য জনপ্রিয় রেস্টুরেন্ট

ঢাকায় কাপলদের জন্য জনপ্রিয় রেস্টুরেন্ট
                টিপটিপ বৃষ্টি আর মেঘলা দিনে ঘরের কোণে অলস বসে থাকতে কার ভালো লাগে? তার চেয়ে লাল নীল বাতি আর আলোছায়ায় ঘেরা রেস্টুরেন্টে আড্ডা দিলে কেমন হয়? চলুন দেখে নিই ঢাকায় ডেটিং এর জন্য বেস্ট কিছু রেস্টুরেন্টস।
!nostalgic cafe, Dhanmondi
51, Satmasjid Road, Dhanmondi, 1205 Dhaka
1 out of 16
Smoke Music Café, Banani
Hakam Foundation, 6th floor, House:98, Road: 11, Block:C, Banani Dhaka, Bangladesh 1213
4 out of 16
Tree House, Banani
Banani 13/E , house #135 ( Opposite of Prescription Point), 1213 Dhaka, Bangladesh, Rd No. 13E, Dhaka Dhaka, Bangladesh 1213
5 out of 16
Drift Wood, Uttara
Sector -3, Road - 2, plot - 21, Uttara · Dhaka, Bangladesh · Dhaka, Bangladesh Dhaka, Bangladesh 1230
6 out of 16
Al Fresco, Banani
Plot-84, Road-11, Banani, Level-9, Dhaka, Bangladesh 1213
7 out of 16
Macaw Restaurant, Bashundhara R/A
ka # E opposite of international Convention City,300 feet Road Kuril Fly Over, Bashundhara R/A, 1229 Dhaka, Bangladesh 1229
8 out of 16
Fire on Ice, Uttara
House-2 Road-9 Sector-1 Uttara Dhaka - 1230
9 out of 16
Floor6, Banani
House 54, Caldwell Building, 6th Floor, Rd No. 11, Dhaka, Bangladesh Dhaka, Bangladesh 1213
10 out of 16
Guhaa, Dhanmondi
736 Rangs KB Square, Level 9, Satmasjid Road, Dhanmondi, Dhaka, Bangladesh 1209
11 out of 16
Red Tomato, Dhanmondi
House: 50, Road: 16 (New)/ 27 (Old), Dhanmondi Dhaka, Bangladesh 1207
12 out of 16
Lake Terrace, Uttara
25/e, Lake Drive Road, Sector-7, Uttara, Dhaka Dhaka, Bangladesh 1230
13 out of 16
The Dark, Dhanmondi
ZR Plaza, Level 10, Satmasjid Road, Dhanmondi 19, (9/A OLD) Dhaka, Bangladesh 1209
14 out of 16
Picasso Restaurant, Tejgaon
Level 11 & 12, 191/B Tejgaon Link Road, Tejgaon Industrial Area, 1230 Dhaka, Bangladesh
15 out of 16
The SweetSin Coffees, Dhanmondi
8th floor, Navana GH Heights, 67, Sat Masjid Road, Dhanmondi Dhaka, Bangladesh 1209
16 out of 16
Crimson Cup BD, Dhanmondi
2nd Floor, Point 11, House # 25, Block # H, Road # 11 Dhaka, Bangladesh 1213
17 out of 16
Ci gusta, Banani
Plot- 133, Road- 12, Block – E , Banani, 1213 Dhaka
18 out of 16

এক ক্লিকে জেনে নিন ঢাকায় সেট মেন্যুর জন্য জনপ্রিয় রেস্তোরাঁসমূহের নাম এবং তাদের সেট মেন্যুর খোঁজ

এক ক্লিকে জেনে নিন ঢাকায় সেট মেন্যুর জন্য জনপ্রিয় রেস্তোরাঁসমূহের নাম এবং তাদের সেট মেন্যুর খোঁজ
বর্তমানে রেস্টুরেন্টগুলোতে সেট মেন্যু খুবই জনপ্রিয়। প্রায় বেশিরভাগ রেস্টুরেন্টগুলোর খাবারের তালিকায় আপনি এই সেট মেন্যুর নাম পাবেন। লাঞ্চ বা ডিনারের সময় এই মেন্যুটি সবচেয়ে বেশ চলে। থাই বা চাইনিজ ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, নানা ধরনের কারী, সালাদ ইত্যাদি দিয়ে সাজানো থাকে এই সেট মেন্যুর প্ল্যাটার গুলি। বাঙালি সেট মেন্যুতে থাকে ভাত , মাংস, ভাজি আরো অনেক কিছুই। তাহলে চলুন দেখে নেয়া যাক ঢাকার পরিচিত ও নামকরা কিছু সেট মেন্যু ও তাদের প্রাপ্তিস্থানসমূহের নাম-
১। কমিক ক্যাফেঃ খিলগাঁও তালতলা এলাকার খুব পরিচিত একটি রেস্টুরেন্ট এটি। কমিক ক্যাফেতে আপনি প্রায় ৬ থেকে ৭ ধরনের সেট মেন্যু পাবেন। চিকেন, বিফ , ভেজিটেবলস, সালাদ, ফ্রাইড রাইস এসব ই আপনি পাবেন সেট মেন্যু গুলিতে। দাম পড়বে ২০০ থেকে শুরু করে ৪০০ টাকা পর্যন্ত। ধানমন্ডি ও ওয়ারিতেও পাবেন তাদের আরও ২ টি শাখা।
২। দ্যা ডাইনিং লাউঞ্জঃ দ্যা ডাইনিং লাউঞ্জ খিলগাঁও তালতলায় অবস্থিত। তাদের ডিপ ডীশ পিজ্জা খুব জনপ্রিয়। ডিপ ডীশ পিজ্জা ছাড়াও আপনি তাদের সেট ম্যেনু গুলো ট্রাই করে দেখতে পারেন। মজাদার এই সেট মেন্যু গুলির দাম শুরু ২৩০ টাকা থেকে।
৩। নস্টালজিক ক্যাফেঃ সুন্দর পরিবেশ এ মজাদার সব খাবার উপভোগ করতে চাইলে আপনি যেতে পারেন ধানমন্ডির নস্টালজিক ক্যাফেতে। চারিদিকে সবুজ পরিবেশ, সাথে আছে তাদের মজার সব সেট মেন্যু। তাদের সেট গুলোর দাম শুরু হচ্ছে ৩০০ টাকা থেকে।
৪। দ্যা ডার্ক মিউজিক ক্যাফেঃ ডার্ক মিউজিক ক্যাফেটি স্টুডেন্টদের বেশ পছন্দের জায়গা। এখানে বেশ স্বল্প দামেই আপনি পাবেন সেট মেন্যু গুলো। প্রায় ৫ থেকে ৭ টি আইটেম থাকে একেকটি প্ল্যাটার এ। ধানমণ্ডিতে রয়েছে এই রেস্টুরেন্টটি। ২০০ টাকা থেকে শুরু দাম গুলো।
৫। আল ফ্রেস্কোঃ শুরুটা খিলগাঁও থেকে হলেও বর্তমানে তাদের ধানমন্ডি ও বনানিতে শাখা রয়েছে। তাদের রয়েছে সিঙ্গেল কাপল ২ ধরনের সেট মেন্যু। দাম পড়বে ৩০০ টাকা থেকে ৭০০ টাকা পর্যন্ত।
৬। রাইস এন্ড নুডলসঃ হাক্কা চাইনিজ যাদের পছন্দ তারা যেতে পারেন রাইস এন্ড নুডলস এ। একদম পিওর হাক্কা ফ্লেভারের। সিঙ্গেল ছাড়াও তাদের ২জন ও ৪জন এর ৬ থেকে ৭ টা আইটেম নিয়ে কম্বো প্ল্যাটার রয়েছে। যার দাম শুরু ১০০০ টাকা থেকে। ধানমন্ডি ও বনানি তে আছে তাদের শাখা।
৭। হাক্কা ঢাকাঃ হাক্কা ঢাকা ও হাক্কা চাইনিজ এর জন্য বিখ্যাত। তাদের সেট মেন্যু অনেকের ই পছন্দের তালিকায় রয়েছে। ২ জন ও ৪ জন বিশেষ প্যাকেজ গুলি রয়েছে । এছাড়াও টেকওয়ে প্যাকেজ ও আছে তাদের। যার দাম পরবে ৩০০ টাকা। বনানি, ধানমন্ডি ও উত্তরা তে আছে তাদের শাখা গুলো।
৮। ক্যাফে ইউফোরিয়াঃ বনানীর এই রেস্টুরেন্ট টি সেট মেন্যুর জন্য বেশ পরিচিত। বাজেট ফ্রেইন্ডলি একটি রেস্টুরেন্ট এটি। ১৬০ টাকা থেকে শুরু করে ৪০০ টাকা পর্যন্ত প্রায় ১৫ টির ও বেশি সেট মেন্যু রয়েছে তাদের মেনুতে। চাইলে আপনিও যেতে পারেন।
৯। ক্যাফে হলিউডঃ বনানীর অন্যতম জনপ্রিয় রেস্টুরেন্ট এটি। দামের স্বল্পতার কারনে এইখানে অনেকেই আসেন লাঞ্চ অথবা ডিনার এ। এখানে আপনি নিজের পছন্দমত সেট সাজিয়ে নিতে পারবেন। ৬ থেকে ৭ ধরনের চিকেন, বিফ , চিংড়ি ও ভেজিটেবল এর আইটেম রয়েছে তাদের। দাম শুরু ২৩০ টাকা থেকে। 
১০। ক্যাফে এপেলিয়ানোঃ পাস্তার জন্য বিখ্যাত এই রেস্টুরেন্টটিতে আপনি পাবেন সেট মেন্যু ও। ৩ থেকে ৪ ধরনের সেট আছে।
১১। চিলেকোঠাঃ বাঙালি বা ভারতীয় কুইজিন এর সেট মেন্যু চাইলে আপনি চলে যেতে পারেন চিলেকোঠায়। খোলামেলা পরিবেশ এ বেশ ভালভাবেই সময় কাটাতে পারবেন আপনি এখানে। মজাদার সব খাবারের স্বাদ ও নিতে পারেন সাথে।
১২। এলাপিনোঃ খিলগাঁও এর নতুন রেস্টুরেন্টগুলির মধ্যে এটি একটি। সম্প্রতি তারা তাদের তালিকায় অনেক ধরনের সেট মেন্যু যোগ করেছেন। এটি একটি মেক্সিকান রেস্টুরেন্ট।
১৩। বুমার্স ক্যাফেঃ বুমার্স খুবই পরিচিত একটি জায়গা খাদ্যরসিক দের জন্য। আর তাদের সেট মেন্যুর জন্য তারা এই পরিচিতি পেয়েছে। সর্বপ্তহম বেইলি রোড থেকে শুরু হয়েছিল তাদের যাত্রা। এখানেও আপনি পছন্দমত কারী , রাইস বা চাওমিন বাছাই করে নিতে পারবেন।
১৪। লাইলাতিঃ ধানমন্ডির জিগাতলায় অবস্থিত লাইলাতি রেস্টুরেন্টটি। ধানমন্ডির বেশ পুরানো জায়গা এটি। এখানের সেট মেন্যু গুলো দামেরও স্বাদ এর জন্য বেশ নামকরা।
১৫। ব্যাসিলিকোঃ খিলগাঁও এর এটি আরেকটি রেস্টুরেন্ট যেটি সেট মেনুর জন্য পরিচিত। তাদের ফান মিল গুলো অনেকেই পছন্দ করেন বেশ।
১৬। শ্যামলি স্কয়ারঃ শ্যামলি স্কয়ার এর ফুড কোর্ট এ রয়েছে সেট মেন্যুর জন্য অনেক ধরনের দোকান। দামে সাশ্রয়ি এমনি সব সেট আছে সেখানে। ১৫০ টকা থেকে শুরু করে ২০০ এর মধ্যেই আপনি পাবেন অনেক রকমের আইটেম।
১৭। পেরি পেরি এক্সপ্রেসঃ মোহাম্মদপুর এর তাজমহল রোড এ অবস্থিত এই রেস্টুরেন্টটি। পেরি পেরি চিকেন এর আইটেম টি তাদের বিশেষত্ব। পেরি পেরি চিকেন এর সাথে অন্যান্য কারী , ফ্রাই, উইংস , রাইস রয়েছে তাদের সেটগুলিতে.
১৮। টিউন এন্ড বাইটঃ টিউন এন্ড বাইট এর জ্যাজ লাভার্স অথবা কোরিয়ান চিকেন এর সেট মেন্যুটি বেশ জনপ্রিয় ২ টি খাবার। খিলগাঁও গেলে আপনি স্বাদ নিতে পারেন এই খাবার ২টির। এছাড়াও আরো সেট মেন্যু রয়েছে তাদের লিস্টে।
১৯। মজা বাইটসঃ ওয়ারি তে মজা বাইটস রেস্টুরেন্ট টি তে আপনি পাবেন স্বল্প মূল্যের সব সেট মেন্যু। তাদের খাবার ও বেশ মজাদার।
২০। ক্যাফে ড্রুমঃ ধানমন্ডি তে অবস্থিত ক্যাফে ড্রুম রেস্টুরেন্ট টি। থাই, চাইনিজ, ইন্ডিয়ান ইত্যাদই কুইজিন এর সেট মেন্যু রয়েছে তাদের তালিকায়।
Add caption
এছাড়াও, নগরির খিলগাঁও, ধানমন্ডি, বনানি, গুলশান, উত্তরা, মোহাম্মদপুর, মিরপুর, ওয়ারি তে রয়েছে সেট মেন্যুর আরো অনেক রেস্টুরেন্ট। 

বাসায় রেস্তোরাঁর খাবার

রসনায় ভিন্ন আমেজ আনতে রেস্তোরাঁর খাবার বাসা পর্যন্ত পৌঁছে দিচ্ছে, এমন তিনটি প্রতিষ্ঠান নিয়ে এই প্রতিবেদন।
গুলশানের এই প্রতিষ্ঠান বাসায় খাবার পৌঁছে দেয়। এর জন্য অর্ডার দিতে যেতে হবে তাদের ফেইসবুক পেইজে। গুলশান, বারিধারা, বনানী ও বারিধারা ডিওএইচএস এলাকায় রাত ৩টা পর্যন্ত অর্ডার নেয় তারা।
সাধারণত খাবার অর্ডার করার সময় ও নিয়ম তাদের ফেইসবুকের টাইমলাইনেই দেওয়া থাকে। শুধু মাত্র বিশেষ খেলার রাতগুলোতেই এই খাবার পাওয়া যাবে।
যারা মোটা ক্রাস্টের পিৎজা খেয়ে অভ্যস্ত তাদের জন্য তথ্য হচ্ছে, এরা 'আসল' ইতালিয়ান কায়দায় থিন ক্রাস্টের পিৎজা তৈরি করে। আবার দেশি অভ্যস্ত স্বাদের কথা মাথায় রেখে তাদের মেন্যুতে তান্দুরি পিৎজাও আছে। জানালেন, পিৎজা রোমার কাজি ইস্তেলা ইমাম।
তিনি আরো জানান, এখানে পাওয়া যাবে ১৫ রকমের পিৎজা। আকার হবে দুইটি ১২ ইঞ্চি ও ১৬ ইঞ্চি। দাম সাড়ে ৫শ’ থেকে ১ হাজার ৩শ’ টাকা।
পিৎজা রোমাতে বসে খাওয়ার কোনো ব্যবস্থা নেই। তবে এই মাসের পরে, সাধারণ সময়েও গুলশান এলাকার আশপাশের ঘর পর্যন্ত এই পিৎজা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে বলে জানান ইমাম।
ফেইসবুক পেইজ: https://www.facebook.com/PizzaRomaBD
ফুডপান্ডা ডটকম ডট বিডি
এই বহুজাতিক প্রতিষ্ঠান বিশ্বের ৪৫টি দেশে খাবার ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে। বাংলাদেশে শুধু ঢাকা ও চট্টগ্রামে তাদের কার্যক্রম চলছে।
ওয়েব সাইট ছাড়াও অ্যানড্রয়েড ও আইফোনে অ্যাপের ব্যবহারের ব্যবস্থাও রেখেছে এই প্রতিষ্ঠান।      
বাছাইকরা বিভিন্ন রেস্তোরাঁর খাবার ঘরে পৌঁছে দেওয়াই তাদের কাজ।
ফুডপান্ডার এনামুল বলেন, “গুলশান ১ ও ২, বনানী, বারিধারা ও বারিধারা ডিওএইচএস এলাকায় রাত আড়াইটা পর্যন্ত সেহরির অর্ডার নেই আমরা। তারপর সময়মতো খাবার পৌঁছে দেই।”
প্রায় ৫০টি রেস্তোরাঁর সেহরির বিশেষ মেন্যু থেকে এই সেবা দেওয়া হয়। জানিয়ে রাখা ভালো এই তালিকায় পুরানো ঢাকার আল রাজ্জাকের খাবারও আছে।
চট্টগ্রামে প্রায় ২১টি রেস্তোরাঁর খাবার এই প্রতিষ্ঠান সরবরাহ করে। বিভিন্ন এলাকার মধ্যে আছে পাঁচলাইশ, আগ্রাবাদ, বহদ্দারহাট, খুলশি, চট্টগাঁও, দামপাড়া, চকবাজার, ফয়েজ লেক, নাসিরাবাদ, জিইসি সার্কেল ও চট্টগ্রামের দুই নাম্বার গেইট।
এই সেবা বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনাল খেলার সময়েও নেওয়া যাবে।
রেস্তোরাঁর নির্ধারিত দামেই খাবার সরবরাহ করেন তারা। শুধু পৌঁছে দেওয়ার খরচ বাবদ ৫০ থেকে ৭৫ টাকা চার্জ নেয় ফুডপান্ডা।
নির্দিষ্ট এলাকার রেস্তোরাঁ বাছাই করে মেন্যু থেকে বেছে নেওয়া যাবে পছন্দের খাবার। ফুডপান্ডা টাকা নেয় খাবার সরবরাহের সময়। কার্ডে টাকা পরিশোধের কোনো ব্যবস্থা নেই। 
ওয়েবসাইট: www.foodpanda.com.bd
ফেইসবুক পেইজ: https://web.facebook.com/71utsav/?modal=admin_todo_tour
হাংরিনাকি ডটকম
রমজান মাসে রাজধানীর গুলশান, বনানী ও ডিওএইচএস এলাকায় খাবার সরবরাহের ব্যবস্থা করেছে এই প্রতিষ্ঠান। নগদ, বিকাশ অথবা কার্ডের মাধ্যমে টাকা পরিশোধ করা যায়।
বর্তমানে ১৫টি রেস্তোরাঁর খাবার তাদের আওতায় আছে।
হাংগ্রিনাকি’র ইশতিয়াক আহমেদ জানান, এই সেবার পাওয়ার জন্য রেস্তোরাঁর নির্ধারিত মূল্যেই খাবারের দাম পরিশোধ করতে হবে। রমজান মাসে এই সেবা নেওয়ার জন্য শুধুমাত্র ৫০ টাকা ডেলিভারি চার্জ প্রযোজ্য। অন্য সময় গুনতে হবে ১শ’ টাকা। 
এদেরও আছে এনড্রয়েড অ্যাপ, যা মিলবে গুগল প্লে’তে।
ওয়েবসাইট: www.hungrynaki.com
ফেইসবুক পেইজ: www.facebook.com/hungrynaki

Monday, September 24, 2018

REALLY Wants You To Say In Bed

  • WeHeartIt
     
  • "Compliments like 'you're so fucking sexy,' 'That's so fucking hot,' or even being called his little slut — that word is just a turn-on for me (don't really feel the same way about 'whore' or anything else derogatory outside of the bedroom). I like hearing what he's enjoying ('I love how your pussy feels,' 'I love your lips all over my cock,' etc.) and what he wants ('I want to make you come so hard' ... 'I want to fuck you like an animal' hahah)."







Friday, September 21, 2018

10 Ways You Can Absolutely Make Money Online


For many people, making money online would be an absolute dream come true. If they could find a way to make money with a website or some other online venture, they could quit their job to focus on entrepreneurship, spend more time with their family, and finally take back control of their time and their lives.



01.new site shorte if you want to join click here

02.new site Fasli if you want to join click here

03. new site ShrinKearn if you want to join click here

04. new site za-GL if you want to join click here

05. new site clicks fly if you want to join click here

06.new site cut-URLs if you want to join click here

07. new site: CLK  if you want to join  click here

08. new site: petty if you want to join click here

09.new site: Adfly if you want to join click here


Tuesday, September 18, 2018

Adult Toys For Everyone

At Jack and Jill Adult, we have sex toys for women, adult toys for men, and adult toys for couples. Our swings, costumes, and games make creating your own sexual fantasy fun and easy to do. The toys we carry come in various shapes, colors, and sizes and will give you what you need to make the most out of every physical encounter. In our adult shop, you will find toys that are designed to offer the most satisfaction when it comes to ease of use, superior quality and performance.